The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪

বিপিএলে মাশরাফির খেলা নিয়ে যা জানাল সিলেট

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এখনো দেশের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে সংশয় রয়েই গেছে। কাগজে-কলমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা মাশরাফির। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগের সাবেক সাংসদ মাশরাফি কি আদৌ বিপিএল খেলতে পারবেন?

আজ শনিবার মিরপুরে সিলেটের অনুশীলন শেসে এই প্রশ্ন করা হয়েছিল দলটির কোচ মাহমুদ ইমনকে। জবাবে তিনি বলেন, ‘স্কোয়াডে এখনও আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’

মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বাড়িতে হামলা হয়। লুটপাটের পর জ্বালিয়ে দেওয়া হয় সবকিছু। তখন থেকেই তিনি আর জনসমক্ষে আসেননি। আগামী ৩১ ডিসেম্বর বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট। এই ম্যাচে মাশরাফির খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বিপিএলের সর্বশেষ দুই আসরে মাশরাফি সিলেটের হয়েই খেলেছেন। সংসদ সদস্য হয়েও দাপিয়ে বেড়িয়েছেন বাইশ গজ। এবার রাজনৈতিক পট পরিবর্তন হলেও তাকে ড্রাফট থেকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির খেলার সম্ভাবনা নিয়ে কোচ ইমন বলেন, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

অবশ্য এক পর্যায়ে রাজনৈতিক পরিস্থিতি ছাপিয়ে ফিটনেসকেই সামনে আনেন সিলেট কোচ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন আমরা ওকে বিবেচনায় নেব না। আমরা ওর জন্য অপেক্ষা করবো। এটা ওরই সিদ্ধান্ত। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না। তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.