The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪

সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি : জামায়াতে আমির

ডেস্ক রিপোর্ট: সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, জামায়াতকে দেশবাসীর সেবা করার সুযোগ দিলে দেশে চাঁদাবাজ-দখলবাজি ও ঘুষের কোনো অস্তিত্ব থাকবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে যশোর শহরের ঈদগা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন দুঃশাসন জুলুম করেছে। বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসন, জুলুমের কষ্ট বেশি ছিল।

এসময়, সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমীর। জেলা জামায়াতের ইসলামীর আয়োজনে সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.