তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সেই অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে আপনাদের একটি সুখবর দিয়ে যাই। পানিসম্পদ উপদেষ্টা এবং আমরা সকলে মিলে আগামী বছরের শুরুর দিকে উত্তরবঙ্গে আসব এবং তিস্তার যে পানির সমস্যা এর দীর্ঘমেয়াদি সমাধান কীভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব। তিস্তা নিয়ে আপনাদের কথা শুনে তার পরিপ্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটি পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আশাবাদী আপনাদের এই দীর্ঘমেয়াদি সমস্যার একটি সমাধান হবে।
তিনি আরও বলেন, আপনার জানেন যে এবার ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে বিপিএল আয়োজন করা হচ্ছে। উত্তরবঙ্গের বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ছিল। কিন্তু সংস্কার কার্যক্রমসহ নানা জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে, যা এখন ব্যবহার উপযোগী নয়। সেটি অতিদ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে এবং যে তিনটি স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা হয় এবং বিপিএলের ভেন্যু হিসেবে ধরা হয় সেই স্টেডিয়ামগুলোর সঙ্গে এই উত্তরবঙ্গের বগুড়া স্টেডিয়াম আগামী বছর থেকে এই তালিকায় যুক্ত হবে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোতে আমরা লক্ষ করেছি যে নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য অতিরিক্ত মাত্রায় প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। কিছু অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেগুলোকে পুর্ণবণ্টন করছি এবং উন্নয়ন যেন সারা বাংলাদেশে সুষমভাবে ছড়িয়ে দেওয়া যায় এজন্য যে অঞ্চলগুলো বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোর জন্য বিশেষভাবে নজর দেওয়া হবে। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুতই আপনারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন।
উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি হিসেবে উল্লেখ করা আছে জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের স্থলবন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলব।
এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য-প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ। এ সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় দুই হাজার করে শীতবস্ত্র বিতরণ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাইদ লিওন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা জামায়াতের শুরা সদস্য ওবায়দুল্লা সালাফি ও জলঢাকা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।