মাভাবিপ্রবি প্রতিনিধি : গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও তাদের নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় সাধারণ শির্ক্ষাথীদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সাদগ্রুপ ও ঈস্কনসহ দেশের অনান্য সকল অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী ও ভারতীয় দুসররা তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ও অন্তবর্তীকালিন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে গভীর চক্রান্ত করে আসছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সাদ গ্রুপ গত ১৭ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে রাতের আঁধারে ঘুমন্ত ও নামাজরত মুসল্লীদের উপর পরিকল্পিত নির্মম হামলা চালায়। এই ঘটনায় তিনজন শহীদ ও অসংখ্য মুসল্লী গুরুতর আহত হয়। আমরা এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দূর্জয়, মো. হাসিবুল হাসান, ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান সুরুজ, শিক্ষার্থী মো. মশিউর রহমান প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।