The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

গাজায় জিম্মি বিনিময় চুক্তির অগ্রগতি হয়েছে : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। খবর টাইমস অব ইসরায়েল।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা জিম্মিদের মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যদিও সবকিছু প্রকাশ করা সম্ভব নয়, তবে সাম্প্রতিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা মন্তব্য করেছেন। এর আগে কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা থেকে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে অগ্রগতির আশা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় সংঘাত তীব্রতর হয়। হামাস গাজা থেকে ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায়। ইসরায়েলের দাবি অনুযায়ী, বর্তমানে ৯৬ জন জিম্মি অবস্থায় রয়েছেন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।

জিম্মিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে নানা সমালোচনা দেখা দিয়েছে। জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নয় বলে অভিযোগ তুলেছেন। পাশাপাশি সমালোচকরা মনে করছেন, ডানপন্থি জোটের চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংঘাত দীর্ঘায়িত করছেন এবং আলোচনার গতি কমিয়ে দিয়েছেন।

২০২৩ সালের নভেম্বর মাসে এক সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে উভয় পক্ষের আলোচনা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা নিয়ে মতানৈক্য চুক্তির পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের আক্রমণের ধরনের ওপর নির্ভর করে কিছু জিম্মির ভাগ্য নির্ধারিত হবে। অন্যদিকে নেতানিয়াহু জিম্মিদের পরিবারকে আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য আমরা সচেষ্ট আছি। আশা হারাবেন না, আমরা হারাব না।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.