The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

জানুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, জটিলতায় পড়বেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: ইংরেজি ভাষাদক্ষতার জন্য প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে যাঁরা পড়তে ও অভিবাসনের জন্য যেতে চান, তাঁদের এ পরীক্ষা দিতে হয়। সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।

আগে বাধ্যতামূলকভাবে আইইএলটিএস লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু নতুন নিয়ম বাস্তবায়ন হলে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পেন্সিল ব্যবহার করা যাবে না। অ্যাকাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রে কলমের ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না।

আইইএলটিএসের বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, নতুন নিয়মের কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা একটু সমস্যায় পড়বেন। কারণ তারা বেশিরভাগই পরীক্ষায় পেন্সিল ব্যবহার করেন। লিসেনিং, রিডিং ও রাইটিং অংশে পেনসিলের ব্যবহার সুবিধাজনক। কারণ, ভুল করলে সঙ্গে সঙ্গে রাবার দিয়ে মুছে ফেলে ঠিক করা যায়। কিন্তু কলম ব্যবহারের ফলে ভুল করলে কেটে দিতে হবে, ঠিক করে লেখার জায়গা পাওয়া যাবে না।

আইইএলটিএস পরীক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, আমি জানুয়ারি মাসে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করেছি। ছয় মাস ধরে পেনসিল দিয়ে রাইটিং, রিডিং ও লিসেনিং অংশের অনুশীলন করছি। কিন্তু এখন হঠাৎ শুনছি, পেন্সিল ব্যবহার করা যাবে না। ফলে পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছি। কারণ, কী কলম দেবে এবং সেটি কেমন হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, পরীক্ষায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রার্থীদের জন্য ভালো হবে। আমরা আমাদের কর্ম বা শিক্ষাজীবনের সব ক্ষেত্রেই কলম ব্যবহার করি। কলমের সঙ্গে প্রার্থীদের ইরেজার বা শার্পনার ব্যবহারের প্রয়োজন নেই। পেনসিল ধারালো করা বা লেখা মুছে ফেলার জন্য পরীক্ষায় যথেষ্ট সময় ব্যয় হয়। তাই কলম ব্যবহারের ফলে সময় বাঁচবে এবং প্রার্থীরা উত্তর তৈরিতে সেই সময় কাজে লাগাতে পারবেন। এটি একটি নতুন নিয়ম এবং এটি অনেক দেশেই দেওয়া হচ্ছে।

ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, নতুন এ নিয়মের ফলে প্রার্থীদের সঙ্গে কিছু নিয়ে আসতে হবে না। কোনো কিছু নিয়ে আসার ঝামেলা থাকবে না। পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং আরও দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, ফরম পূরণ বা স্বাক্ষরের জন্য কলম ব্যবহার করি। তাই আইইএলটিএস পরীক্ষায় এখন থেকে কলম ব্যবহারের ফলে প্রার্থীরা প্রাত্যহিক জীবনে কলম ব্যবহারের সুবিধা পরীক্ষাতেও পাবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.