ডেস্ক রিপোর্ট: বারাণসিতে শো করতে হাজির হয়েছিলেন মোনালি ঠাকুর। কিন্তু মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসতে হয় গায়িকাকে। আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনে ‘দায়িত্বজ্ঞীন’ বলে কটাক্ষ করেন এই গায়িকা।
শোয়ের অব্যবস্থাপনা দেখে হতাশ মোনালি ঠাকুর। তার অভিযোগ, মঞ্চের এমন অবস্থা যে অনুষ্ঠান চলাকালীন পড়ে গিয়ে পায়ে চোটও পেতে পারতেন তিনি।
এরপর এক ভিডিও বার্তায় মোনালি বলেন, “আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। কী অবস্থা এখানে। এর জন্য আয়োজকরাই দায়ী। অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু এমন চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে শো করা খুব মুশকিল!”
মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বারাণসীর শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। মোনালি বলেন, “অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছাব, যখন আমি নিজেই শোয়ের সব দায়িত্ব নিতে পারব। এই টম, ডিক হ্যারির মতো যাকে তাকে বিশ্বাস করতে হবে না। যারা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়! আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শো বন্ধ করার জন্য। আমি আবার আসব। আশা করি, তখন আপনাদেরকে ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আমাদের ক্ষমা করবেন।”