ডেস্ক রিপোর্ট: ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। দেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন তিনি।
নারী বিসিএলের তৃতীয় দিনে আজ সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে এখন তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।
১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন নিগার। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়।