The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন উথাপ্পা

ডেস্ক রিপোর্ট: প্রতারণার অভিযোগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মুখ খুলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ব্যাখ্যায় উথাপ্পা জানান, তিনি ওই সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন। কিন্তু অনেক বছর আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

উথাপ্পা বলেন, ‘২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরিভাবে কোনো দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনো ভূমিকা পালন করিনি।’

উথাপ্পা জানিয়েছেন, তিনি ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ করেছিলেন, তা ফেরত পাননি। সেই কারণে তিনি নিজেই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি।’

এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিয়ে সেটি তহবিলের হিসাবে জমা না করার অভিযোগ উঠেছে। কোম্পানি উথাপ্পার কাছে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পায় বলে দাবি করেছে, যা আদায়ের চেষ্টা চলছে।

উথাপ্পাকে গ্রেপ্তারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন কমিশনার। তবে উথাপ্পার ঠিকানায় গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। এক বছর আগে ওই ঠিকানা ছেড়ে দিয়েছেন তিনি।

ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা উথাপ্পার বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এই ব্যাটার গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে খেলেছেন। বর্তমানে পরিবারসহ উথাপ্পা এখন দুবাইয়ে থাকেন বলে জানা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.