The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে হ-ত্যা

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় হুমায়ুন কবির (৩৫) নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে দুই যুবক সেখানে এসে হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের পাশে পাঁচদোনা বাজারের মাছের আড়তের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শোনা যায়। এসময় তন্ময়সহ অন্যরা এগিয়ে গেলে তাদেরও লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই যুবক। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ধারণা, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.