The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

রাহাত ফতেহ আলী খানের কনসার্টের ভিআইপি আসনে আন্দোলনে আহতরা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে শুরু হচ্ছে। আজ শনিবার(২১ ডিসেম্বর) এ কনসার্টে গাইবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে এই কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফরম।

দর্শকদের জন্য গেট খোলা হয় দুপুর ২টায়। এরপর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ঘোষণা দেন, কনসার্টের সামনের সারিতে আজকে থাকবেন অভ্যুত্থানে আহতরা।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আহত ১০০ জন দর্শকদের ভিআইপি আসনে সামনের সারিতে থাকবেন।

গান ছাড়াও আজকের অনুষ্ঠানে থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটকের প্রদর্শনী। রয়েছে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।

এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছে।

কনসার্টে রাহাত ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এর বাইরে র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনার কথা রয়েছে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.