The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

পূর্বাচলে প্রাইভেটকার ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: আটক ৩

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, নিহত শিক্ষার্থী মোহতাসিম মাসুদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাসুদের বাবা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন।

অপরদিকে, এ ঘটনায় বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাড়ি চালকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে মামলা না করতে স্বজনদের ওপর চাপ দিচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিও জানান তারা।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মোতাসিম মাসুদ মারা যান। এ ঘটনায় মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন আহত হন।

পরে প্রাইভেটকারটি জব্দ করা হয়। জানা গেছে, প্রাইভেটকারটি একজন সেনা কর্মকর্তার মালিকানাধীন। তবে গাড়িটি কে চালাচ্ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাড়ি চালকের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রভাব খাটিয়ে মামলা না করতে স্বজনদের ওপর চাপ দিচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি আহতদের চিকিৎসার ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিও জানান তারা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.