ডেস্ক রিপোর্ট: ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে শেষ মুহূর্তে অবিশ্বাস্য সেই সেভ, পরে টাইব্রেকারে বাজপাখির মতো গোলপোস্ট আগলে তিনি ইতিহাসের অংশ হয়ে গেছেন। দু’দিন আগেই ফের জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ গোলরক্ষকের পুরস্কার। ৩২ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই তারকা অবসরের আগে আরেকটি বিশ্বকাপ জিততে চান।
এমি মার্তিনেজ এখন আর্জেন্টিনা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ৩৪ বছর। তাই তার পক্ষে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে খেলা কঠিন কিছু নয়। অনেকের বিশ্বাস, কাতার বিশ্বকাপ জিতে অমরত্ব পাওয়া লিওনেল মেসিও পরের বিশ্বকাপে খেলবেন। তাই যদি হয়, তবে পরপর দুটি বিশ্বকাপ জিতেই অবসরের চিন্তা করবেন মার্তিনেজ।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন এএফএ। সেখানেই সতীর্থদের সঙ্গে বসে মার্তিনেজ বলেন, ‘এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে দু’বার বিশ্বকাপ জিততে পারি অবসর নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি। তোমাদের আজই বলে দিলাম। আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’