The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

মাভাবিপ্রবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জুনায়েদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হারুন-অর-রশিদ।

বুধবার (১৮ ডিসেম্বর) জামালপুর জেলার সব উপদেষ্টা ও শিক্ষার্থীর সম্মতিক্রমে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন – সহ-সভাপতি মোঃ আমিনুর ইসলাম, সহ-সভাপতি আহসানুল কাইয়্যুম সিয়াম, সহ-সভাপতি সিফাত জাকারিয়া,সহ-সভাপতি জীম আল সেলিম, সহ-সভাপতি সাবিকুন্নাহার এলিন, সহ-সভাপতি আসিফুর রহমান, সহ-সভাপতি সুমাইয়া তন্বী, সহ-সভাপতি মেহরাব হোসেন অপি, যুগ্ম-সাধারণ সম্পাদক অমৃত চন্দ্র দাস,যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতিহাতুল জান্নাত,যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত মুনমুন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা হোসাইন জেরিন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাকিব,সাংগঠনিক সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক আহমেদ কাফি শাকিল, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সিফাত, সাংগঠনিক সম্পাদক হুমাইরা হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ হোসেইন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন সিহান।

দপ্তর সম্পাদক লতিফুর রেজা ভূবন, উপ-দপ্তর সম্পাদক সাব্বির কল্লোল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনূস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সৌরভ হাসান,অর্থ সম্পাদক জনি চন্দ্র গোপ,উপ-অর্থ সম্পাদক আলিফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক ইনজামুল মোর্শেদ,আইটি বিষয়ক সম্পাদক রাসেল রায়হান নির্বাচিত হয়েছেন।

কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল জুনায়েদ বলেন,”জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং সম্মানের। জেলার শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা ও সাবেকদের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।এই সংগঠনকে আমি হৃদয়ে লালন করি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে আমরা একসঙ্গে কাজ করবো। সবার পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক বলেন, “আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি সকল শিক্ষার্থীদের নিয়ে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের দিকনির্দেশনায় জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে দূর্বার গতিতে।জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা আইকনিক ছাত্রকল্যাণ পরিষদ এ পরিণত করতে এবং জামালপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বিশ্ববিদ্যালয়ে আসা অসহায়, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.