The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

অশ্বিনের বিদায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয়া হয়। সেখানে বলা হয়– অসংখ্য ধন্যবাদ, অশ্বিন। যার নামের সঙ্গে আধিপত্য, জাদুবিদ্যা, বুদ্ধিদীপ্ততা ও উদ্ভাবনের মতো শব্দ সমার্থক হয়ে গেছে।

ড্র হওয়া তৃতীয় টেস্ট শেষে গ্যাবায় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায় বেলায় আবেগঘন এই স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন।

এর আগে, ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে কাঁদছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিছু একটা বলার পর অশ্বিনকে জড়িয়ে ধরেন কোহলি। এরপর বেশ কিছুক্ষণ দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তখন অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় এই অলরাউন্ডারকে।

তখনই বোঝা গিয়েছিল– বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারতের ব্রিসবেন টেস্ট ড্রর পর সত্যি হলো সেটাই।

সিরিজের শেষ দুই টেস্টে তাকে আর পাবে না ভারত। ভারত তাকে পাবে না আর কোনো ম্যাচেই! টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ছাড়লেও আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে।

৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার ঝুলিতে মোট ৫৩৭টি টেস্ট উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ৩৭বার। সর্বোচ্চ সংখ্যক প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও (১১বার) তার ঝুলিতে রয়েছে, যা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরনের সমান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.