The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

গুচ্ছতেই থাকছে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: সমন্বিত ভর্তি পরীক্ষা (গুচ্ছ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে অবস্থান স্পষ্ট করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এক্ষেত্রে গুচ্ছতেই থাকছে যবিপ্রবি।

মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যবিপ্রবির বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে। যদিও ক্যালেন্ডার নিয়ে কিছু সমস্যা হয়, তবে আমরা আশা করি এটি সমাধান করা যাবে।”

জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের এক শিক্ষার্থী বলেন, গুচ্ছে বেশ কিছু সমস্যা রয়েছে অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষারমান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিৎ বলে মনে করি।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এর পর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়স, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সহ কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.