বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস উদযাপনের পর বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিনে খাবার বিতরনের সময় অতিরিক্ত সিগারেট নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় হলগেটের কাছে অবস্থিত লিপুস ক্যান্টিনে শফিক গ্রুপ ও গালিব গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১ প্যাকেট সিগারেট, কোক এবং কেক দেওয়ার সময় শাহজাহান নামক এক ছাত্রদল কর্মী অতিরিক্ত সিগারেটের প্যাকেট নেওয়ায় ছাত্রদল কর্মী শফিক শাহজাহানকে গালি দেয় এবং তাদের হাতাহাতির এক পর্যায়ে শফিক গ্রুপ শাহজাহানকে লাঠি দিয়ে আক্রমণ করে। পরবর্তীতে শাহজাহানের পক্ষে গালিব গ্রুপের সাথে শফিক গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হতে দেখা যায়।
এবিষয়ে জানতে চাইলে শফিক বলেন, “নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয় না এরকম হইছে পরে সবাই মিলেমিশে সমাধান হয়েছে।”
এ বিষয়ে শাহজাহান বলেন, “আমাদের সাথে সংঘর্ষ হয়নি জাস্ট কথাকাটি হয়েছে।”
তবে এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের বক্তব্যের জন্য কল করা হলে তাকে পাওয়া যায়নি।