The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

মোবাইল চার্জ নিয়ে দলে দলে কয়েক দফা সংঘর্ষ, আহত ৭০

ডেস্ক রিপোর্ট: সিলেটে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে তিন দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। তাদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চার জনকে পাঠানো হয়েছে ওসমানী মেডিক্যালে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে রোববার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কোম্পানীগঞ্জে একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই জনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হয়। আহত হোন অন্তত ৫০ জন। রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা জানান, পরে রোববার সকালে আবারও মাইকে ঘোষণা করে কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজন একে অপরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। একই সঙ্গে বিচ্ছিন্ন সংষর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। এতে আহত হোন আরও অন্তত ২০ জন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি চার জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ নিক্ষেপ করেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.