The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গানের ক্যাসেট উদ্ধার

ডেস্ক রিপোর্ট: কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত ১২টি গানের ক্যাসেট যুক্তরাষ্ট্রের ভেন্টুরা কাউন্টির একটি পরিত্যক্ত স্টোরেজ ইউনিট থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে।

এই গানগুলো ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল। যা মাইকেল জ্যাকসনের সৃষ্টিশীল সময়ের একটি দুর্লভ প্রতিচ্ছবি উপস্থাপন করছে।

সম্প্রতি ‘কিং অব পপ’খ্যাত মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত ক্যাসেট খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সাবেক কর্মকর্তা গ্রেগ মাসগ্রোভ।

ক্যাসেটগুলোতে জ্যাকসনের ১২ টি অপ্রকাশিত গান রয়েছে, ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশেরও আগে ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে তিনি এগুলো রেকর্ড করেছিলেন।

এতগুলো অপ্রকাশিত গান উদ্ধার হওয়ার পর গ্রেগ মুসগ্রোভ মাইকেল জ্যাকসনের এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন। তবে এস্টেট জানিয়ে দিয়েছে, তারা এই ক্যাসেট কপির মালিক নয় কিন্তু মূল মাস্টার রেকর্ডিংগুলোর স্বত্ব তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এর ফলে গানগুলো জনসমক্ষে প্রকাশ করা আইনি জটিলতার মুখে পড়েছে।

যদিও এস্টেট গানগুলো কেনার আগ্রহ দেখায়নি। তারা বাণিজ্যিক ব্যবহারের অধিকার সংরক্ষণ করেছে।

গ্রেগ মুসগ্রোভ ও তার আইনজীবী বর্তমানে এই অপ্রকাশিত গানের সম্ভাব্য বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যদিও এই আবিষ্কারের সঠিক মূল্য এখনও স্পষ্ট নয় —তবে মাসগ্রোভ এবং তার সহকারীরা মনে করেন, এর মূল্য সাত অঙ্কের হতে পারে। মাসগ্রোভ শিগগিরই এর মধ্যকার চারটি ক্যাসেট নিলামে তোলার পরিকল্পনা করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.