ডেস্ক রিপোর্ট: ‘জনপ্রশাসনের যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে’ সুপারিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এ সুপারিশ দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।
এর আগে পুলিশ প্রশাসন সংস্কারে পাঁচ দফা সুপারিশ করে বিএনপি। এরই মধ্যে সরকারের ‘পুলিশ প্রশাসন সংস্কার কমিটির’ কাছে তাদের এই সুপারিশ পৌঁছে দিয়েছে তারা। গত ১০ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সুপারিশগুলো হলো: পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য একটি পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। কমিশনের কার্য পরিধির মধ্যে থাকবে- পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা, বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন, বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান, সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন।