The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে মানুষ : সারজিস

ডেস্ক রিপোর্ট:  দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয় বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেছেন, আমরা প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন বিভাগে যাই। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের দেখা হয়, কথা হয়। প্রায় চার-সাড়ে চার মাস পরও যখন কোনো শহিদের বাবা, গর্বিত মা আমাদের তার সন্তানের রক্তাক্ত লাশের ছবি দেখান, বিদ্ধ হওয়া বুলেটটি দেখান, তখন আমরা ১৮, ১৯, ২০ জুলাইয়ে ফিরে যাই। ৩, ৪, ৫ আগস্টে ফিরে যাই। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন ৫ থেকে শুরু করে ৫ আগস্ট এই সময়টা ভুলে যেতে বসেছি।

তিনি আরও বলেন, ২৪ এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন। এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেখ হাসিনার সমালোচনা করে সারজিস বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। হাসিনা নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের রাস্তা হয়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.