The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ব্যর্থতার পর বিধ্বংসী তামিম, ৩৩ বলে ৬৫

ডেস্ক রিপোর্ট: আগের ম্যাচে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল তামিম ইকবালকে। এনামুলের সোজা এক বলে স্টাম্প ভাঙায় সমালোচিতও হতে হয়েছিল দেশের তারকা এই ওপেনারকে। তবে দ্বিতীয় ম্যাচেই তামিম জবাবটা দিয়েছেন ব্যাট হাতে। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার চট্টগ্রামের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে খেলেছেন ৩৩ বলে ৬৫ রানের ঝলমলে এক ইনিংস।

আগ্রাসী ব্যাটিংয়ে এদিন ফিফটি পেরোনো ইনিংসে তামিম হাঁকিয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কা। আর তাতে এক মাইলফলকও স্পর্শ করেছেন তামিম। টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের এটি পঞ্চম তম ফিফটি। এছাড়াও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৪টি সেঞ্চুরি আছে তামিমের নামের পাশে।

এই টুর্নামেন্ট দিয়েই সাত মাস পর মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে একটি ছক্কা ও চারে ১০ বলে ১৩ রান করে বোল্ড হয়ে যান তিনি। সেই ম্যাচে হেরেছে তামিমের দলও।

সিলেট আজ তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচ চট্টগ্রামের। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলছেন তামিম।

কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। যেখানে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় ১৪৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। যার জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে অলআউট হওয়ার আগে সিলেট তুলতে পেরেছে ১৩৩ রান।

অর্থাৎ ১২ রানের জয়ে ঘুরে দাঁড়িয়েছে তামিমের চট্টগ্রাম। চট্টগ্রামের বোলারদের মধ্যে নাঈম হাসান ও হাসান মুরাদের শিকার ৩টি করে উইকেট। অন্যদিকে সিলেটের হয়ে ৩৬ বলে ৭৬ রান এসেছে তৌফিক খান তুষারের ব্যাট থেকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.