The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ভারতীয় মিডিয়াতে ইসকন সদস্যের ওপর হামলার খবর ভুয়া : প্রেস উইং

ডেস্ক রিপোর্ট: ঢাকার উত্তরায় এক ইসকন সদস্যের ওপর হামলা হয়েছে- এমন দাবি করে গত ১০ ডিসেম্বর এবিপি আনন্দ এবং সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সংবাদটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকার রাধারমণ মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয়া নিতাই দাস জানিয়েছেন, তিনি উত্তরা এলাকায় কোনও ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার ঘটনা সম্পর্কে অবগত নন। ঢাকার পুলিশও জানিয়েছে, তারা এ ধরনের কোনও অভিযোগ পায়নি।

বিবৃতিতে উল্লেখ আরও করা হয়, ভারতীয় মিডিয়া কথিত ভুক্তভোগীর কোনও বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনও ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে; যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতিবহির্ভূত হিসেবে চিহ্নিত করে।

বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাসের বরাত দিয়ে প্রেস উইং আরও জানিয়েছে, উত্তরায় সাম্প্রতিক একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারিবারিক বিষয়ে জড়িত যুবকরা ইসকনের সদস্য নয় বলেও জানিয়েছেন হৃষিকেশ গৌরাঙ্গ দাস।

You might also like
Leave A Reply

Your email address will not be published.