ডেস্ক রিপোর্ট: সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়।
কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট এই কর্মকর্তার বর্ন্যাঢ্য ও কর্মময় জীবন সম্পর্কে যা জানা যায়-
ব্যক্তিজীবন: ড. মোহাম্মদ আবদুল মোমেন ০১ জানুয়ারি ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা জনাব এ এফ এম আবদুল মোতালেব এবং মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার সহধর্মিনী একজন চিকিৎসক।
শিক্ষাজীবন: ড. মোহাম্মদ আবদুল মোমেন ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তার শতাধিক বই প্রকাশিত হয়েছে।
কর্মজীবন: ড. মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন, পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, দুই জন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক-ঢাকা, পরিচালক-ভূমি রেকর্ড, অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহণ সমন্বয় বোর্ড-এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান-বিআরটিএ, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, সিংগাপুর, মালয়শিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
উল্লেখ্য, ড. আবদুল মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত। ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আবার ফিরিয়ে আনা হয়। পরে স্বরাষ্ট্রের দুই বিভাগের দায়িত্ব পান তিনি।