ডেস্ক রিপোর্ট: অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপজয়ী বাংলাদেশি যুবাদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জেতায় জাতীয় ক্রীড়া পরিষদ তাদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এনএসসির সচিবের সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
রোববার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় যুবাদের ৫৯ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এমন দারুণ কৃর্তিত্ব অর্জন করায় তাদের জন্য এই আর্থিক পুরস্কার এনএসসির।