ডেস্ক রিপোর্ট: চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বাকি আর মাত্র দুই মাস। তবে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। আর এই অনিশ্চয়তার পেছনে দায়ী ভারত। কেননা, ভারতের হাইব্রিড মডেলের দাবিতে অনড় অবস্থানের কারণেই টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে এরইমধ্যে।
সেই ধারাবাহিকতায় পাকিস্তান ও আফগানিস্তানের পর এবার চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে। আজ বাংলাদেশে আসবে এই ট্রফিটি। যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করবে।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল, রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।
ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।
এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।