জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় উপাচার্য কোটা বাতিল করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (০৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দাবিগুলো হলো- পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করা, অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক সমাজ গঠনের লক্ষ্যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। কিন্তু প্রশাসন আমাদের মৌখিক আশ্বাস দিলেও কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে, চলমান থাকবে।’
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগরে যখন প্রথম কোটা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলা হলো তখন অন্যন্য ক্যাম্পাসগুলোতে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে। তার মানে এটা শুধু আমাদের দাবি না, এই দাবি আপামর ছাত্রসমাজের। আমরা অনেকদিন থেকেই আন্দোলন করে যাচ্ছি কিন্তু প্রশাসন আমাদের কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। আমরা মনে করছি, বর্তমান প্রশাসন আপামর ছাত্রসমাজের সাথে গাদ্দারি করে যাচ্ছে। আমরা চাই যতদ্রুত সম্ভব দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন, ইতিহাস বিভাগ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) শাকিল আলী প্রমুখ।