কুবি প্রতিনিধি: সিরিয়ায় বিজয় উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস গেট ঘুরে গোল চত্বরে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এসময় শিক্ষার্থীদের “হাসিনা গেছে যেই পথে, বাশার গেছে সেই পথে”, “বাশার-আসাদ হাসিনা, কোনো স্বৈরাচার টিকে না,” “কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি,” “মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ, এক হউ, এক হউ,” “বিশ্বের মুসলিম, এক হউ, এক হউ,” এসব স্লোগান দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবির বলেন, “সিরিয়ায় একনায়ক বাশার আল-আসাদের পতন আমাদের জন্য আনন্দের। বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতা আমাদেরকে আরও সংবেদনশীল করেছে। পৃথিবীর ইতিহাসে সকল স্বৈরাচারই পতিত হয়েছে। সিরিয়ার বিপ্লবীদের বিজয়ে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম, যারা কাবুল, বাংলাদেশের এবং সিরিয়ার বিজয় দেখার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন ফিলিস্তিনের বিজয়ও দেখতে পারি।”
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সম্প্রতি দেশ ছেড়ে পালিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজার হাজার মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন।