The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহ থেকে বন্ধ লোকাল ট্রেন: যোগাযোগে ভোগান্তি

মেহেদী হাসান আহাদঃ বন্ধ মাইলেজ চালুর দাবিতে শনিবার পর্যন্ত ৬ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ এলএম, গার্ড ও টিটি সংকটের কারণে ৬ষ্ঠ দিনের মতো ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহের তিনটি রেলপথে ৮ জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এদিকে আন্তঃনগর, কমিউটার এবং মেইল ট্রেন চলাচল করলেও রানিং স্টাফরা অতিরিক্ত ডিউটি না করায় প্রত্যেকটি ট্রেন ১/২ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

আন্দোলনকারী জানান, দীর্ঘ ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেয়া হয়। তবে এর আগে নিয়োগ প্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়।
রেলওয়ে রানিং স্টাফ,শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বন্ধ মাইলেজ চালুর দাবিতে তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে। উপরের নির্দেশনা পেলেই চালু করা হবে তবে
কখন চালু হবে তা তিনি বলতে পারেননি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.