The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

আগে আ.লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি নেয় : কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত কিন্তু বেবিস্ট‌্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁন্দা (চাঁদা) উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি বিএনপির।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা ব‌লেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হইতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে, সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন।

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। কি‌সিঞ্জারও চেষ্টা ক‌রে‌ছি‌লেন পা‌রে নাই, আমরা বিজয় অর্জন ক‌রে‌ছি। আমা‌দের দুর্ভা‌গ্যে স‌ঠিক নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, সেজন‌্য আমরা অসহায় প‌ড়ে‌ছি।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.