ডেস্ক রিপোর্ট: নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি। এ ঘটনায় পলকের চাচাশ্বশুর সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি।
শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করা হয়। ডা. ফারজানা রহমান দৃষ্টি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচাতো শ্যালিকা।
শোকজ নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর তারিখে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এমন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নিদের্শ দেওয়া হলো।
শোকজের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, গতকালের বিষয়টি নিয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ডা. ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায়। এ নিয়ে তোলপাড় চলছিল সিংড়ার রাজনৈতিক অঙ্গনে।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডা. ফারজানা রহমান দৃষ্টি তার দুলাভাই জুনাইদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে চলতেন। প্রভাব খাটিয়ে বিগত সরকারের সময় সিংড়ায় ডা. ফারজানা একটি লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ২০২০ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।