The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য সৃষ্টি করতে চায় ভারত : রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, তাদের সঙ্গে কোনও ব্যাবসা-বাণিজ্য হতে পারে না। ৫ আগস্টের আগের সরকার ঘৃনিত সরকার। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রকামী মানুষকে হত্যা-গুম করতো। কিন্তু তাদের পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

কট্টর হিন্দুবাদীদের উসকে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার, অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। ভারতীয় পণ্য বর্জনে এ সময় আবারও আহ্বান জানান রুহুল কবির রিজভী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.