ক্যাম্পাস প্রতিনিধি, নিটার: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ ডিসেম্বর।
প্রথম দিন অর্থাৎ ৮ ডিসেম্বর, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন ও দুপুর ২ ঘটিকায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন অর্থাৎ ৯ ডিসেম্বর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন দুপুর ১২:৩০ মিনিটে ও ২:৩০ মিনিটে ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ প্রোগ্রামটি নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। নিটারের প্রশাসন থেকে জানানো হয়েছে, নতুন শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশনা, শৃঙ্খলা এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে এই ওরিয়েন্টেশনে। যথাসময়ে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিক্ষার্থীদের একাডেমিক এবং ক্যাম্পাস জীবনে একটি সফল সূচনা এনে দেবে বলে নিটার কর্তৃপক্ষ আশাবাদী।