মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া: কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া একটি শর্টগান ড্রেনের ময়লা পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদরাসার পেছনে এ ঘটনা ঘটেছে।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, আজকে সকালে মাদ্রাসার পিছনে আমি ট্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ট্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আফসার উদ্দিন মাদরাসার পেছনের ড্রেনের মধ্যে পড়ে ছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শর্টগান এটি। খবর পাওয়ার পর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। এ পর্যন্ত কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।