The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

আগুন লাগিয়ে সাবেক প্রেমিককে হত্যা, নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে নিউইয়র্কের কুইন্সে তার সাবেক প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে আটক করা হয়েছে। আলিয়ার (৪৩) বিরুদ্ধে গ্যারেজে আগুন লাগিয়ে তার সাবেক প্রেমিক এডওয়ার্ড জেকবস (৩৫) ও প্রেমিকের বন্ধু আনাস্তাসিয়া এটিনিকে (৩৩) হত্যার অভিযোগ আনা হয়েছে।

আলিয়া ফাকরি ২ নভেম্বর ভোরে গ্যারেজে আসেন এবং জেকবস এই গ্যারেজের উপরের তলাতেই থাকতেন। ‘তোমরা সবাই আজ মারা যাবে’ বলে চিৎকার করেন আলিয়া। একজন প্রত্যক্ষদর্শী তার কণ্ঠ শুনে বেরিয়ে এসে দেখেন যে ভবনটিতে আগুন জ্বলছে।

নিউ ইয়র্কের পুলিশ এক অফিসিয়াল প্রেস বিবৃতিতে জানায়, ঘটনার সময় জেকবস ঘুমিয়ে ছিলেন। তখন এটিনিও ওই ভবনেই ছিলেন। তারা কেউই জ্বলন্ত ভবন থেকে বের হতে পারেননি। জেকব এবং ইটিনি ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় এবং অতিরিক্ত তাপের কারণে মারা যান।
আলিয়া ফাকরির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রিতে আগুন লাগিয়ে খুনের অভিযোগ আনা হয়েছে। আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার পরবর্তী হাজিরা ৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে

একজন প্রত্যক্ষদর্শী জানান, সিঁড়ির কাছে রাখা একটি সোফায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি। আর এই সোফা লাফ দিয়ে পার করেই নামতে হত জেকব ও এটিনিকে। এটিনি তা পার করে আগুন থেকে নিজেকে বের করে আনতে সক্ষমও হলেও জেকবকে বাঁচাতে আবার ভিতরে যান তারপর কেউই আর বেঁচে ফিরতে পারেননি।

নিউ ইয়র্ক মিডিয়ার একাধিক প্রতিবেদন অনুসারে, আলিয়ার সঙ্গে তার প্রেমিক জেকবের বিচ্ছেদ হয় বছরখনেক আগে। তবে এটি সে মন থেকে মেনে নিতে পারেনি। বার বার জেকবের বাড়ির সামনে গিয়ে অশান্তি করত। এমনকি, এর আগেও পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল।

এদিকে নার্গিসের মা বিশ্বাসই করতে পারছেন না, তার বড় মেয়ে আলিয়া এরকম কিছু করতে পারে। তার দাবি, আলিয়া খুব শান্ত স্বভাবের। তবে তিনি জানান, দাতের কিছু চিকিৎসার পর, তার মেয়ে সম্প্রতিই একটি বিশেষ ড্রাগসের আসক্ত হয়ে পড়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়াতে সে এরকম কিছু ঘটিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন নার্গিসের মা। রণবীর কাপুর-অভিনীত রকস্টার -এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত নার্গিস ফাকরি অবশ্য এখনও এই বিষয়ে মন্তব্য করেননি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.