The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত, এখন আর সেভাবে যাবে না : পার্থ

ডেস্ক রিপোর্ট: নতুন এই জেনারেশন অনেক সচেতন আর অনেক ডেমোক্রেটিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত, এখন আর সেভাবে করা যাবে না। কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক। তাই কেবল আগামী নির্বাচন নয়, টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

বিএনপিকে নিয়ে পার্থ বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনি ব্যবস্থা সবকিছুই নষ্ট করে দিয়েছে। এ অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপির নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুসারে কাজ না করতে পারি, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেরকে যদি সেভাবে হ্যান্ডেল করা না যায়- তাহলে হয়তো আমাদেরকেও একদিন ওরা আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দেবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.