The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক চাই। ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে গত ৫ আগস্টের আগে ও পরের সম্পর্ক এক নয়। যা কিছু হচ্ছে তা সমাধান করা যায়।

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার এমন বক্তব্যে উপদেষ্টা তোহিদ হোসেন বলেন, ব্যক্তিগতভাবে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার বাসাতেও যাতায়াত ছিল। ওনি কেন এমন বক্তব্য দিলেন তা আমার বোধগম্য নয়। তবে রাজনৈতিকভাবে এ বক্তব্য সুফল বয়ে আনবে না।

তিনি বলেন, দেশের সমসাময়িক বিষয়ে কূটনৈতিকদের জানার বিষয় ছিল, উত্তরে আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমসা আছে এবং তা সমাধানের চেষ্টা করছি।

ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, অনেক বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতি বছর দুই/একটি ঘটনা দেশে থাকে। তার মধ্যে দু-একটি ঘটনা ঘটতেই পারে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

পররাষ্ট্র ‍উপদেষ্টা বলেন, আমরা এ বার্তা দিতে চাই যে, এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে হবে। এ ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সঙ্গে কথা বলবে ঢাকা।

কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.