The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

প্রশ্নফাঁসের অভিযোগে রেলওয়ের সেই নিয়োগ পরীক্ষা বাতিল করল পিএসসি

ডেস্ক রিপোর্ট: প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পুনরায় এ পরীক্ষা নেওয়া হবে

সোমবার (২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এই পরীক্ষাটি আগামী মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.