ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ নিটার সাইন্স সোসাইটির পক্ষ হতে আয়োজিত হচ্ছে অনলাইন কন্টেন্ট রাইটিং কম্পিটিশন “Ink and Innovation: A Writing Quest” ।
কন্টেন্ট জমাদানের তারিখ পূর্বে ৩০শে নভেম্বর,২০২৪ইং পর্যন্ত নির্ধারণ করা হলেও পরবর্তীতে জমাদানের সময়সীমা ৩রা ডিসেম্বর, ২০২৪ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়। উক্ত প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে (নিউ ইনোভেশন, আর্টিফিশিয়াল ইনট্যালিজেন্স, গ্যালাক্সি, হাইপোথ্যাটিক্যাল অ্যানালাইসিস, রোবোটিক্স ও অটোমেশান এবং ইন্ডাস্টিয়াল অ্যাডাপশন) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও উক্ত প্রতিযোগিতার জন্য কিছু নির্দেশিকা এবং নিয়ম নির্ধারণ করেন কর্তৃপক্ষ। যেখানে উল্লেখ করা হয় কন্টেন্ট এ শব্দের সীমাবদ্ধতা সম্পর্কে (২০০-৫০০ শব্দ), ভাষা এবং রেফারেন্সের জন্য অনলাইন সোর্সের ব্যাপারে এবং বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট করা হ্যাশট্যাগ ব্যবহারের ব্যাপারে।
কন্টেন্ট ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পন্ন হচ্ছে এবং কন্টেন্ট কোয়ালিটি, লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে সেরা ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে এবং বিজয়ী ৩ জনকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
উক্ত প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীরা বেশ আগ্রহ এবং উৎসাহ প্রকাশ করছে। এরূপ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শনের সুযোগ বৃদ্ধি পাবে এবং পারিপার্শ্বিক দক্ষতার চর্চা হবে বলে আশাবাদী সকলে।