ডেস্ক রিপোর্ট: ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে বরাবরই কঠোর আইসিসি। এরপরও থেমে নেই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে প্রায়শই ঘটে এমন ঘটনা। এবার এমন অভিযোগেই দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেফতার হয়েছেন।
ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ২০১৫ সালে ম্যাচ ফিক্সিংয় কেলেঙ্কারিতে জড়িয়েছেন তারা। টি-টোয়েন্টি র্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে এমনটি ঘটিয়েছেন তারা। গ্রেফতার দুজন লনওয়াবো টটসবে ও থামি সোলেকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, ইথি এমবালাটির সেই অভিজ্ঞতা নেই।
দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিষয়ক সংস্থা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই) প্রায় ৮ বছর পর ফিক্সিংয়ের দায়ে তিন ক্রিকেটারকে গ্রেফতার করেছে। এমবালাটি ১৮ নভেম্বর এবং সোলকিলে ও টটসবেকে যথাক্রমে ২৮-২৯ নভেম্বর গ্রেফতার করা হয়।
এর আগে ম্যাচ ফিক্সিং নিয়ে ২০১৬ সালের অক্টোবরে চমক জাগানিয়া প্রতিবেদন প্রকাশ করে তদন্তকারী সংস্থা ডিপিসিআই। মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ বন্ধ হয়ে যায় এই তিনজনের। চলতি বছর প্রিটোরিয়া বিশেষ কর্মাসিয়াল ক্রাইম কোর্টে উপস্থিত হওয়ার পর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি এমবালাটির বিরুদ্ধে মামলাটি স্থগিত করা হয়। অন্যদিকে, সোলকিলে ও টটসবে ২০০৪ সালের দুর্নীতি আইনের অধীনে পাঁচটি ভিন্ন ধারার মুখোমুখি হয়েছিলেন। আজ (শুক্রবার) ২৯ নভেম্বর তাদের বিরুদ্ধে স্থগিত সেই মামলায় নতুন করে শুনানি হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গুলাম বোদির ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর ঘটনায় ক্রিকেট বোর্ড তদন্তে নামে। যেই তদন্তে ভারতীয় এক বুকির সঙ্গে মিলে র্যাম স্লাম টুর্নামেন্টের তিন ম্যাচে ফিক্সিংয়ে প্রণোদনা দেওয়ার বিষয়টি উঠে আসে। পরে বোদিকে ২০১৮ সালে গ্রেফতার করা হয় এবং আটটি দুর্নীতি ধারায় অভিযুক্ত হওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া পরে আরও দুজনকে গ্রেফতারের পর দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।