The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪

জাবিতে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল

গায়েবানা জানাজা

জাবি প্রতিনিধি : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’

এদিকে সাইফুল ইসলাম আলিফের স্মরণে এদিন বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে, দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চের’ ব্যানারে গায়েবানা জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা। পরে সাইফুল ইসলাম আলিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন শিক্ষার্থীরা।

জানাজার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আঞ্জুম শাহরিয়ার বলেন, ‘ভারতের অন্যতম রাজনৈতিক এজেন্ডা হিন্দুত্ববাদ। তারা হিন্দুত্ববাদকে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে এক সন্ত্রাসীকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন ইসকন নামের উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ সাইফুল ইসলাম আলিফ, তার চেতনাকে আমরা ধারণ করবো।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.