The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪

বশেমুরবিপ্রবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সপ্তাহব্যাপী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৪’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবন প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এস্টেট শাখা ও নিরাপত্তা শাখা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালনা করছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.