ডেস্ক রিপোর্ট: ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধনকুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে সমন পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন।
গত বুধবার ভারতের আহমেদাবাদে শান্তিবন ফার্মে গৌতম আদানির বাড়িতে এবং বোড়াকেভে সাগর আদানির বাড়িতে এই সমন পৌঁছেছে।
সমনে গৌতম ও সাগর আদানিকে ২১ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্ট। এ ছাড়া মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের ওপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধ চেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জনিয়েছে, গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানিসহ আরও সাতজনের বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের একজন পরিচালকও আছেন এর মধ্যে।
নিউইয়র্কের আদালতে করা মামলার নথি থেকে জানা গেছে, কথিত ঘুষের ঘটনাগুলো ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ঘটেছে।
মার্কিন আদালতে এ মামলার পর এবার ঘুষ ও প্রতারণার অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করলেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। এর আগে তিনি আদানি-হিন্ডেনবার্গ বিতর্কের সময়ও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।
বিশাল তিওয়ারি তাঁর মামলায় আদানি গোষ্ঠীকে ‘অর্থ জালিয়াতি’ ও ‘স্টক ম্যানিপুলেশন’–এর জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, আদানি গোষ্ঠী পরিকল্পিতভাবে ২০ হাজার কোটি রুপি শেয়ার বিক্রি বাতিল করেছে।