ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি নেতাদের ইঙ্গিত করে বলেন, তারা (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়…এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত।
আইসিসির বিচারকেরা তাদের রায়ে বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের’ অংশ হিসেবে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।
এ সিদ্ধান্তের বিপরীতে ইসরাইলে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ এ রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। গাজার বাসিন্দারা আশা করেছেন যে, এটি সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে। ইসরাইল হেগভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।