The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪

ভাঙারির দোকান থেকে সেই ভাস্কর্যটির ঠাঁই হচ্ছে ‘উত্তরবঙ্গ জাদুঘরে’

ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযুদ্ধের ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’। ভাস্কর্যটি নেওয়ার জন্য অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযোগ করেন কুড়িগ্রামের আইনজীবী ও ওই জাদুঘরটির প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন রোববার (২৪ নভেম্বর) দুপুরে ভাস্কর্যটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন। বর্তমানে সেখানেই আছে সেটি। অবশেষে ভাস্কর্যটি ‘ভালো স্থান’ পাচ্ছে বলে খুশি শিল্পী জোসি।

সম্প্রতি, রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তার ভাস্কর্যটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এ নিয়ে হইচই শুরু হয়। এরপর আইনজীবী আব্রাহাম লিংকন সেই ভাস্কর্য নেওয়ার কথা জানান। রোববার সকালে ভাঙারি ব্যবসায়ী সেই ভাস্কর্যটি তার ল্যাবে দেন। অধ্যাপক যে টাকায় বিক্রি করেছিলেন, সেই টাকা ও ভ্যানের ভাড়ার বিনিময়ে তিনি এটি ফেরত দিয়েছেন।

অধ্যাপক জোসি বলেন, শনিবার (২৩ নভেম্বর) বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন ভাস্কর্যটি জাদুঘরের জন্য নিতে চান বলে জানান। ভাস্কর্যটি ভালো একটা জায়গা পাচ্ছে। এ জন্য খুব খুশি। এখন এটি ল্যাবে যত্ন করেই রেখেছি। দ্রুতই ভাস্কর্য দুটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে বলে এই অধ্যাপক জানান।

জানা গেছে, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে এ বাড়িতেই যাত্রা শুরু করে ‘উত্তরবঙ্গ জাদুঘর’। আইনজীবী এস এম আব্রাহাম লিংকন সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান। কুড়িগ্রামে বরেণ্য আইনজীবী এস এম আব্রাহাম লিংকন তার ‘লিংকনস ইন’ নামে বাড়িতে নিজের সংগ্রহ করা বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.