The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

ডেস্ক রিপোর্ট: মাদকের টাকা না পেয়ে কক্সবাজার শহরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম মেরী সদর উপজেলার বড়ুয়াপাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। এ দিকে এ ঘটনায় আটক যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ। তিনি একই এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ শুক্রবার রাতে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরেই ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে।

এ দিকে হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.