ডেস্ক রিপোর্ট: ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে ভিসা উন্মুক্ত করবে তা ভারতের নিজস্ব ব্যাপার।
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নবনির্মিত ওয়ার্ল্ড অ্যাসেম্বিলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী)-এর ভবন ও বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসান আরিফ বলেন, ‘দেশের পর্যটন বিকাশে মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করবে, তা ভারতের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’
উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘ওয়ামী শুধু শিক্ষা এবং নৈতিক শিক্ষার জন্য মসজিদ কমপ্লেক্স করে যাচ্ছেন তাই নয়, তারা রোহিঙ্গাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। যারা সমাজের অবস্থার বিভিন্ন কারণে বার্মা ও মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছেন। সেসব রোহিঙ্গাদের জন্যেও ওয়ামী অনেক সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। দেশ থেকে যারা বিতাড়িত হয়েছেন, সেই রোহিঙ্গা যুব সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে সৌদির ওয়ামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আগামীকাল আবার কক্সবাজার যাবেন। ওয়ামীর কর্মকাণ্ড শুধু নৈতিকতা শিক্ষা, হাসপাতাল চালানোর মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের আকটিভিটিস তাদের কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও বিস্তৃত।’
তিনি আরও বলেন, ‘১৯৭২ সালে ওয়ার্ল্ড অ্যাসেম্বিলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী) প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮১ সালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ওয়ামী সৌদি আরবের যৌথ উদ্যোগে বিশ্বের প্রায় অর্ধশত দেশের যুব প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক যুব সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে উপলক্ষ্য করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে ৭ একর ভূমি দান করেছিলেন। আপনারা জেনেছেন, দান করা ওই জমির উপর একটি বিশাল কমপ্লেক্সের প্রাথমিক সূচনা আরম্ভ হয়েছে। এখানে হাসপাতালসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকে এমন আরও অনেকগুলো প্রতিষ্ঠান হবে।’
এ সময় আরও বক্তব্য দেন- সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, ওয়ামী বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান প্রমুখ।