The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

ঘণ্টায় ১৫৭৫ পুশ-আপ দিয়ে ৫৯ বছরের নারীর বিশ্বরেকর্ড

ডেস্ক রিপোর্ট: পুশ আপ দিয়ে দ্বিতীয়বারের মতো গিনেস বুকে রেকর্ড গড়লেন ৫৯ বছরের এক নারী। ডোনাজিন ওয়াইল্ড নামের এই কানাডিয় নারী একজন সুপারওম্যানই বটে। অন্তত তার নাতি-নাতনিরা তা দাবি করতেই পারেন।

ডোনাজিন গত সপ্তাহেই ৬০ মিনিটে ১,৫৭৫টি পুশ আপ দিয়ে এই বিশ্বরেকর্ড করেছেন।

এর আগে চলতি বছরের মার্চে ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড প্ল্যাঙ্ক করে রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘতম সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে (নারী) এই রেকর্ড অর্জন করেন কানাডিয় এই নারী।

এ বিষয়ে ডোনাজিন জানিয়েছেন, তার প্রথম রেকর্ডটির জন্য কঠিন প্রশিক্ষণ তাকে তার দ্বিতীয়বারে সাহায্য করেছিল। তিনি রীতিমত পুশ আপের প্রেমে পড়েছিলেন, যখন তিনি প্ল্যাঙ্কিংয়ের প্রস্তুতির জন্য দিনে ৫০০টি পুশ আপ দিতেন।

তিনি রকি পর্বতমালার পাদদেশে আলবার্টার বিজারে তার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, প্রকৃতির শান্ত শক্তিই তার এই কাজকে অনুপ্রাণিত করেছে।

ডোনাজিন তার অ্যাবস এবং স্টিলের বাহু দিয়েই মানসিকভাবে প্রস্তুত নেন এবং তার দ্বিতীয় রেকর্ড গড়ার প্রয়াস চালান এবং ঘড়িতে ১৭ মিনিট বাকি থাকতেই আগের পুশ আপ রেকর্ড খেতাবকে অতিক্রম করেছিলেন।

ডোনাজিন পেশায় ছিলেন একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল। তবে অবসরের পর সময় কাটানো খুবই কষ্টের এবং বিরক্তিকর ছিল। তখনই তিনি শরীর চর্চা শুরু করেন। এক সময় শরীর চর্চার প্রেমে পড়ে যান তিনি। বিভিন্ন কঠিন কঠিন ব্যায়ামগুলো করতে থাকেন। ধীরে ধীরে বেশ অভ্যস্থ হয়ে ওঠেন তিনি।

তার বয়স এখন ৫৯ বছর। ১২ জন নাতি-নাতনি রয়েছে তার। যারা তাকে নিয়ে খুবই গর্ব করে। তার কাজকে তারা সম্মান করে এবং সব সময় উৎসাহিত করে। প্রথম রেকর্ড থেকে শুরু করে দ্বিতীয় রেকর্ড সব সময় দাদির পাশে থেকেছে তার নাতি-নাতনিরা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

You might also like
Leave A Reply

Your email address will not be published.