The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

৮ দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (জাবি) ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনার প্রতিবাদে এবং ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশাপাশি প্রান্তিক গেটেও তালা মারে শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো থেকে কোনো যানবাহনকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন গেটে অবস্থানরত অবস্থায় ” আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে”, ” আমরা সবাই রাচির ভাই, রাচি হত্যার বিচার চাই”, ” রাচি হত্যার বিচার দে, নইলে গদি ছাইড়া দে”, ” আমার বোন কবরে, খুনি কেন বাহিরে? ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দায়িত্বরত গার্ড পারভেজ বলেন, ” সকাল এসে শিক্ষার্থীরা গেটে তালা মেরে গিয়েছে। সকাল থেকেই আমরা কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দেই নাই। ”

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আদৃতা আজকের পত্রিকাকে বলেন, ” আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদে এবং আমাদের ৮ দফা দাবি পূরণের জন্য আমরা আজকের এই ব্লকেড কর্মসূচি পালন করছি। গতকালকে প্রশাসন থেকে ঘোষণা আসার আগেই আমরা ৫৩ ব্যাচ সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি৷ প্রশাসন ৪৮ ঘন্টা সময় নিয়েছে আমাদের দাবিগুলো পূরণের জন্য, এর মধ্যে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পেলে আমরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করবো এবং সিনিয়র সকল ব্যাচকেও আমাদের সাথে সংহতি জানানোর জন্য আহ্বান করবো।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.