The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

নিরপেক্ষ হওয়ার চেষ্টা করবেন না, আপনাকে আমরা এনেছি: আব্দুস সালাম

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আপনাকে আমরা এনেছি। হাসিনাকে বিদায় করে, অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তী সরকার আমরা এনেছি। তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয়, সেদিকে জনগণ খেয়াল রাখছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর বাটার মোড়ে এই সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

সমাবেশে আব্দুস সালাম বলেন, ‘আজ আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। শপথ নিতে হবে, গত ১৫ বছর ভারতীয় যেই তাঁবেদার সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই তাঁবেদার সরকার আর যাতে ফিরে না আসতে পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি; শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনও গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনা বিদায় নিছে, এখনও আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেনি। তাই এই সরকারকে বলব, নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা কইরেন না। নিরপেক্ষ সরকার না আপনি। আপনাকে আমরা এনেছি।’

আব্দুস সালাম বলেন, ‘আপনারা ১৭ বছর ধৈর্য ধরেছেন। আরও কয়েক মাস একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরা মানে এই না যে রাজপথ ছেড়ে দিতে হবে। ধৈর্য ধরা মানে এই না যে লাঠিটা আওয়ামী লীগকে মেরেছিলেন, ওই লাঠিটা ফেলে দিতে হবে। ওই লাঠিটা স্বযত্নে রাখবেন। যতি আবার গণতন্ত্র ভুলণ্ঠিত হওয়ার জন্য কেউ ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রকারীর মাঠে লাঠি ভাঙার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যত দ্রুত সম্ভব জিনিসপত্রের দাম কমান। চাল, ডাল, তেল, লবণের দাম কমান। এখন উপদেষ্টাদের দেখি, তারা প্রায় আড়াই শ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করে। স্টেডিয়াম বানানোর কাজ আপনাদের না। আপনাদের কাজ দ্রুত নির্বাচনের আয়োজন করা।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.